ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Logo
logo

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুললো পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৩:০৫ পিএম

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুললো পাকিস্তান

 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুললো পাকিস্তান

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজ ১-১ সমতায় আনে বাবর আজমরা। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। 

মঙ্গলবার (১৪ মে) ফাইনালে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে পাকিস্তান। আইরিশদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
ডাবলিনে ক্যাসল অ্যাভিনিউতে আইরিশদের ১৭৯ রানের জবাব দিতে নেমে ফিফটি হাঁকান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ৪২ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায় বাবর। ৬ বাউন্ডারির সঙ্গে মারেন ৫ ছক্কা। আর রিজওয়ান ৩৮ বল খরচায় ৫৯ রানের অনবদ্য ইনিংস। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে  জয় তুলে নেয় পাকিস্তান। সূত্র: ক্রিকইনফো

এ ম্যাচে ওপেনার সাইম আইয়ুবের অবদান ১৪ রান। শেষ দিকে ৬ বলে অপরাজিত ১৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আজম খান। ৫ রানে আউট হন ইফতেখার আহমেদ।


এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর। শুরুতেই আইরিশ শিবিরে বড় ধাক্কা দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ৮ বলে ৭ করা রস অ্যাডায়ারকে বোল্ড করেন তিনি।

তবে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়ায় অ্যান্ডি বালবির্নি আর অধিনায়ক লরকান টাকারের ব্যাটে। দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৮৫ রানের জুটি গড়েন তারা।
বালবির্নিকে (২৬ বলে ৩৫) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন আব্বাস আফ্রিদি। তবে লরকান টাকার চালিয়ে খেলতে থাকেন। ইমাদ ওয়াসিমের শিকার হওয়ার আগে ৪১ বলে ১৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস উপহার দেন আইরিশ দলপতি।

 উইকেটে ১৩২ রান ছিল আয়ারল্যান্ডের। সেখান থেকে ১৫৩ তুলতে তারা হারায় ৬ উইকেট। অর্থাৎ ২১ রানের মধ্যে ৪টি উইকেট তুলে নেন শাহিন-আব্বাসরা। ফলে আইরিশদের পুঁজিটা প্রত্যাশামতো বড় হয়নি।

হ্যারি টেক্টর একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত খেলে গেছেন। ২০ বলে ২ চার আর ১ ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। নয় নম্বরে নেমে ৬ বলে অপরাজিত ১০ করেন গ্রাহাম হুমে।

পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪ ওভার বোলিং করে ১৪ রান খরচায় তিন উইকেট শিকার করেন। এছাড়া আব্বাস আফ্রিদি ২টি, মোহাম্মদ আামির ও ইমাদ ওয়াসিম একটি করে উইকেট নেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি