ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Logo
logo

টি-টোয়েন্টিতে ফিফটির রেকর্ডে ভিরাট কোহলিকে টপকে গেলেন বাবর আজম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৭:০৫ পিএম

টি-টোয়েন্টিতে ফিফটির রেকর্ডে ভিরাট কোহলিকে টপকে গেলেন বাবর আজম

টি-টোয়েন্টিতে ফিফটির রেকর্ডে ভিরাট কোহলিকে টপকে গেলেন বাবর আজম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে আরো একটি রেকর্ডের খাতায় নাম লেখালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মঙ্গলবার (১৪ মে) আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪২ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। ফলে ভিরাট কোহলিকে ছাপিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডের মালিক হন তিনি।

এটি নিয়ে টি-টোয়েন্টিতে ১১০ ম্যাচ খেলে বাবরের ফিফটি ৩৯টি। ৩৮ ফিফটি করা ভারতীয় ব্যাটার কোহলি ইনিংস খেলেছেন ১০৯টি। বাবরের টি-টোয়েন্টি অভিষেক ২০১৬ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে। 

সর্বোচ্চ ফিফটির তালিকায় বাবর ও কোহলির পরের দুটি নাম রোহিত শর্মা ও মোহাম্মদ রিজওয়ানের। অর্থাৎ সর্বোচ্চ ফিফটির তালিকায় থাকা প্রথম চারজনই ভারত-পাকিস্তানের। তিন নম্বরে থাকা রোহিতের ১৪৩ ইনিংসে ফিফটি ৩৪টি। আর ৮৩ ইনিংসে রিজওয়ান ফিফটি করেছেন ২৯টি। 

এই চার ক্রিকেটারের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি রোহিতের ৫টি। বাবরের টি-টোয়েন্টি সেঞ্চুরি ৩টি, রিজওয়ান ও কোহলির একটি করে। ছক্কা মারার দিক থেকে রোহিতের ধারেকাছে কেউ নেই। এই ওপেনারের টি-টোয়েন্টিতে ছক্কা ১৯০টি। দ্বিতীয় সর্বোচ্চ ১১৭টি কোহলির। রিজওয়ানের ছক্কা ৮৯টি, বাবর মেরেছেন ৬৮টি।

এই চার ক্রিকেটারের পর সর্বোচ্চ ফিফটির তালিকায় ৫ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ১০৩ ইনিংসে ২৭টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। স্ট্রাইক রেট বিবেচনায় তিনি বাকি চারজনের চেয়ে এগিয়ে ১৪২.৬৭। রোহিতের স্ট্রাইকরেট ১৩৯, কোহলির ১৩৮। অন্যদিকে বাবরের স্ট্রাইক রেট প্রায় ১৩০, রিজওয়ানের ১২৮। গড়ের দিক থেকে এগিয়ে কোহলি আর রিজওয়ান। দুজনের গড়ই ৫০ এর বেশি। অন্যদিকে বাবরের ব্যাটিং গড় ৪১ এবং রোহিতের ৩১।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি