এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ জুন, ২০২২, ০৭:০৬ পিএম
মৌসুমীকে ধন্যবাদ দিলেন জায়েদ খান
জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে হয়রানি, পাশাপাশি সংসার ভাঙার অভিযোগ এনেছেন ওমর সানী। এ দিকে যাকে নিয়ে এই অভিযোগ তিনি অর্থাৎ মৌসুমী জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাকে অসম্মান করেনি। শুধু তাই নয়, জায়েদ খানকে তিনি এক অডিও বার্তায় ‘ভালো ছেলে’ উল্লেখ করেছেন। তার এমন স্বীকারোক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন জায়েদ খান। অপর দিকে জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর আনা সব অভিযোগ মৌসুমী অস্বীকার করার পর সোমবার বিষয়টি নিয়ে মুখ খুলেন তাদের বড় ছেলে।
জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘আপা (মৌসুমী) সব পরিষ্কার করে দিয়েছেন। আপাকে ধন্যবাদ।’ ওমর সানী প্রসঙ্গে জায়েদ বলেন, ‘ওমর সানী ভাইয়ের ওপর আমার কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। উনি সিনিয়র মানুষ। আমি যে সঠিক ছিলাম, আজকে আপার বক্তব্যই তা প্রমাণ করে।’
গত রবিবার সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ওমর সানী জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন জায়েদ খান।
সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর আনা সব অভিযোগে করে বলেন, জায়েদ খান আমার আব্বুর সঙ্গে বেয়াদবি করেছেন, আম্মুর সঙ্গেও করেছেন। আম্মু ভেবেছেন, বিষয়টা সিম্পল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করব। কিন্তু এটা এত বড় হয়ে যাবে ভাবেননি।
ফারদিন বলেন, কয়েক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানী। এটা আসলে ঠিক না। আম্মু যদি কোথাও স্টেটমেন্ট দেন, আমি বলব, এটা ঠিক না। আসলে এটা পরিস্থিতি ঠান্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সঙ্গে কথাও বলেছেন। তিনিও চান না পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।
ফারদিন এও যোগ করেন, এটা নিয়ে যেন এত কাঁদা ছোড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন, যেন বিষয়টা দ্রুত ঠান্ডা হয়।