ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Logo
logo

কোহলি সবসময়ই পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলেন: মিসবাহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মে, ২০২৪, ০৪:০৫ পিএম

কোহলি সবসময়ই পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলেন: মিসবাহ

কোহলি সবসময়ই পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলেন: মিসবাহ

ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই জ্বলে উঠেন। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানসহ যেকোনো দলের জন্য ভারতের এই ব্যাটিং ‘কিং’কে হুমকি হিসেবে দেখছেন মিসবাহ উল হক।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচের মতে, বড় ম্যাচে ভালো করার জন্য সবসময়ই মুখিয়ে থাকেন কোহলি। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে তিনি বরাবরই ভালো পারফর্ম করেন। 

এবারের বিশ্বকাপের মঞ্চে আগামী ৯ জুন মুখোমুখি হবে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১০ টি-টোয়েন্টিতে ৮১.৩৩ গড়ে এবং ১২৩.৮৫ স্ট্রাইকরেটে ৪৮৮ রান করেছেন কোহলি। ফিফটি আছে পাঁচটি। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ৫২.১৫ গড় আর ১০০.২৯ স্ট্রাইকরেটে করেছেন ৬৭৮ রান। আছে ৩ সেঞ্চুরি আর ২ ফিফটি। যার মাঝে আছে গত এশিয়া কাপে খেলা ৯৪ বলে ৩ ছক্কা ও ৯ চারে ১২২ রানের ইনিংসটিও।

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলেছেন মিসবাহ। তার ভাষায়, ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে নামলে সবাই চাপ অনুভব করে। যখনই আমি ভারতের বিপক্ষে খেলতাম, শুরুটা ভালো হলে আমি আত্মবিশ্বাসী এবং স্বাচ্ছন্দ্যবোধ করতাম যে- আমি পারফর্ম করব। এটা খেলোয়াড়ের একটা মানসিক ব্যাপার। আপনি যখন পারফর্ম করবেন, তখন ম্যাচে বড় প্রভাব রাখতে পারবেন। ম্যাচ পরিস্থিতি আপনাকে আরও আত্মবিশ্বাস দেবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি