এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ মে, ২০২৪, ০৯:০৫ পিএম
বাংলাদেশ নারী দলের সঙ্গে ক্রিকেট আড্ডা দিলেন ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ২ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ক্যারিবীয়ানরা আগে বিশ্বকাপের আয়োজন করলেও যুক্তরাষ্ট্র এবার নতুন। পুরুষদের বিশ্বকাপের পরই বাংলাদেশের মাটিতে আগামী ৩ অক্টোবর শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
বুধবার (১৫ মে) আয়োজক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে শুভেচ্ছা জানানোর জন্যই বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জাতীয় দলের নারী ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দিয়েছেন।
নারী ক্রিকেটারদের উপস্থিতিতে দারুণ সময় পার করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তারসহ নারী দলের ১১ ক্রিকেটার ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি হয়ে আসেন হেড অব উইমেনস উইং হাবিবুল বাশার। উপস্থিত ছিলেন নারী আম্পায়ার সাথিরা জাকের জেসিও। এছাড়া বসুন্ধরা গ্রুপের সহ-সভাপতি সাফওয়ান সোবহান, বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের সভাপতি ইমরুল হাসানও ছিলেন।
বিকালের অনুষ্ঠানে শুরুতেই যুক্তরাষ্ট্রের সহকারী সচিব ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস নারী ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন। পরিচয় পর্বের মধ্যে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে পিটার হাস ক্রিকেট নিয়ে অনেক কিছু জানতে চান। সেগুলোর উত্তরও দিয়েছেন টাইগ্রেস অধিনায়ক।
যুক্তরাষ্ট্রের সহকারী সচিব ডোনাল্ড লু গণমাধ্যমকে বলেছেন, নারী জাতীয় দলের সঙ্গে ক্রিকেট খেলে আমি অনেক খুশি। বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। বাংলাদেশ উইমেন্স নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশকে দেখে আমি খুবই রোমাঞ্চিত।
এরপর সাবেক নারী ক্রিকেটার ও বর্তমান আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা সাথিরা জাকির জেসির প্রশংসা করে ডোনাল্ড লু বলেছেন, আমি ধন্যবাদ জানাই আজকের ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা সাথিরা জাকির জেসিকে। তিনি বাংলাদেশের লিজেন্ড, পুরো বিশ্বের লিজেন্ড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি