ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ০৯:০৫ পিএম

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ শনিবার এক টেলিভিশন ভাষণে বলেছেন, গাজা নিয়ে যুদ্ধপরবর্তী পরিকল্পনা প্রধানমন্ত্রী নেতানিয়াহু অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন। তিনি এ জন্যে আগামী ৮ জুন সময় বেঁধে দিয়েছেন।

বেনি গ্যান্টজ ইসরায়েলি মন্ত্রিসভার প্রতি যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকাকে শাসনের জন্য ছয়দফা পরিকল্পনায় সম্মতি দেয়ারও আহ্বান জানান।
বেনি গ্যান্টজ তার ছয় দফায় হামাসের পতন, ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করা, ফিলিস্তিনী ভূখন্ডের ওপর নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেয়াকে অন্তর্ভূক্ত করেন।
তিনি বলেন, ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি আমেরিকান, ইউরোপীয়ান, আরব ও ফিলিস্তিনীদের নিয়ে একটি প্রশাসন গঠন করতে হবে যারা গাজা উপত্যকার বেসামরিক বিষয়গুলো দেখবে এবং ভবিষ্যতের বিকল্প ভিত্তি তৈরি করতে হবে যেখানে হামাস কিংবা মাহমুদ আব্বাস থাকবে না।

 উল্লেখ্য, বেনি গ্যান্টজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি