ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

সৌদি বাদশাহ ফুসফুসের প্রদাহে ভুগছেন, টোকিও সফর স্থগিত করলেন যুবরাজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ মে, ২০২৪, ০৭:০৫ পিএম

সৌদি বাদশাহ ফুসফুসের প্রদাহে ভুগছেন, টোকিও সফর স্থগিত করলেন যুবরাজ

 সৌদি বাদশাহ ফুসফুসের প্রদাহে ভুগছেন, টোকিও সফর স্থগিত করলেন যুবরাজ

সৌদি আরবের বাদশাহ সালমান ফুসফুসের প্রদাহে ভুগছেন বলে স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছে।

রোববার জ্বর ও জয়েন্টের ব্যথায় আক্রান্ত বাদশাহ সালমানকে জেদ্দায় আল সালাম প্রাসাদের রাজকীয় ক্লিনিকে নেওয়া হয়। ৮৮ বছর বয়সী বাদশাহ সালমানকে অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এসব তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সর্বশেষ গত এপ্রিলে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাদশাহ সালমানের শারীরিক অসুস্থতার জন্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাপান সফর স্থগিত করেছেন বলে টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এ তথ্য জানিয়েছেন। সোমবার এ সফরে যাওয়ার পরিকল্পনা ছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি