এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ জুন, ২০২২, ০৩:০৬ পিএম
আকাশ থেকে ভেসে আসছে অচেনা সবুজ আলো! এলিয়েনরা ডাকছে না তো? দক্ষিণ আফ্রিকায় হইচই
রাতের অন্ধকার আকাশ। মিটিমিটি তারা জ্বলছে সে আকাশের বুকে। কিন্তু হঠাৎ যেন ছন্দপতন। সেই আকাশের এক কোণ থেকে ভেসে এল সবুজ আলো (Mysterious Green Light)! আতসবাজি কিংবা কোনও সার্চ লাইট নয়। এ আলো অপার্থিব।
দক্ষিণ আফ্রিকার (South Africa) বিস্তীর্ণ এলাকায় সম্প্রতি রাতের দিকে আকাশে এমন রহস্যময় সবুজ রঙের আলো দেখা যাচ্ছে বলে খবর। সেই আলোর উৎস কী তা জানা যাচ্ছে না। ফলে অনেকে অনেকরকম সম্ভাবনার কথা বলছেন। আর আকাশের সঙ্গে তো ওতপ্রোতভাবেই জড়িয়ে এলিয়েনরা (Aliens)।
সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ আফ্রিকার আকাশের এই সবুজ আলো নিয়ে দেদার চর্চা চলছে। কেউ বলছেন ভিনগ্রহ থেকে এলিয়েনরা আসার চেষ্টা করছে পৃথিবীতে। এ তারই আলো। কেউ আবার বলছেন মহাকাশের কোনও ধূমকেতু এমন আলো ছড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকার পিটারমারিৎজবার্গে এই সবুজ আলো প্রথম দেখা গিয়েছিল। তারপর ধীরে ধীরে জোহানেসবার্গ, ডার্বানের মতো শহরেও তা দেখতে পেয়েছেন মানুষ।
অনেকে বলছেন, শুধু আলো নয়, আলোর সঙ্গে আলোকিত বস্তুকেও দেখা গেছে আকাশে। সেই বস্তুর গা থেকেই বেরোচ্ছিল উজ্জ্বল সবুজ আলোর ছটা।
আকাশে অদ্ভুত ধরনের এমন জিনিস দেখা আজকাল আর খুব একটা নতুন কিছু নয়। পৃথিবীর নানা প্রান্ত থেকেই এমন অচেনা আলো কিছু অজানা বস্তু দেখতে পাওয়ার খবর আসছে। কিছুদিন আগেই মুসৌরিতে একটা সম্পূর্ণ অচেনা উজ্জ্বল আলোর গোলা দেখা গিয়েছিল। তা নিয়েও কম হইচই হয়নি।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে