এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৬:০৫ পিএম
সাইফউদ্দিন-মিরাজদের নিয়ে রোববার শুরু হবে টাইগার্সের ক্যাম্প
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে টাইগার্সের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা।
শনিবার (২৫ মে) এক বিবৃতিতে ২১ সদস্যের এই দল ঘোষণা করেছে বিসিবি। রোববার (২৬ মে) সকাল ৯টা থেকে বাংলাদেশ টাইগার্স দলটির প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। ঢাকা ছাড়া সিলেট ও চট্টগ্রামেও এই ক্যাম্প হবে। যেখানে তাদের নিয়ে অনুশীলন ও ভবিষ্যত পরিকল্পনা সাজানো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এই ক্যাম্পে ক্রিকেটারদের টেকনিক ও বিভিন্ন পরিস্থিতিতে মানসিকতা ঠিক রাখার ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া বিসিবির এইচপি দলের সঙ্গেও তাদের ম্যাচ খেলার কথা রয়েছে। -কালের কণ্ঠ
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড: সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা এবং আবু হায়দার রনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি