ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

এফটিপিওর সকল কার্যক্রমে ডিরেক্টরস গিল্ডের হিরা ও সাগরের অংশগ্রহণ স্থগিত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ মে, ২০২৪, ০৬:০৫ পিএম

এফটিপিওর সকল কার্যক্রমে ডিরেক্টরস গিল্ডের হিরা ও সাগরের অংশগ্রহণ স্থগিত

এফটিপিওর সকল কার্যক্রমে ডিরেক্টরস গিল্ডের হিরা ও সাগরের অংশগ্রহণ স্থগিত

একই সঙ্গে স্থগিত করা হয়েছে সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলের কার্যক্রমও। মঙ্গলবার (২১ মে) এফটিপিওর সাধারণ সভা শেষে সংগঠনটির সভাপতি নাট্যজন মামুনুর রশীদের স্বাক্ষরসংবলিত বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানানো হয়। ডিরেক্টরস গিল্ডের নির্বাচিত কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে প্রতিনিধির নতুন তালিকা প্রেরণের আগপর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এফটিপিও কর্তৃক প্রেরিত চিঠির যথাযথ উত্তর না দিয়ে ডিরেক্টরস গিল্ডের সভাপতির অনুমোদনক্রমে সালাহউদ্দিন লাভলু বরাবর সাধারণ সম্পাদকের প্রেরিত চিঠিটি অসৌজন্যমূলক, আক্রমণাত্মক, অযৌক্তিক, মিথ্যাচার এবং অসাংগঠনিক বিধায় উক্ত চিঠির তীব্র নিন্দা জানানো হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে ডিরেক্টরস গিল্ড’র সভাপতি অনন্ত হীরাকে কল করলে তার সাড়া পাওয়া যায়নি। সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এ প্রসঙ্গে কিছুই জানেন না বলে জানান।

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কমিটি নিয়ে সংকট শুরু হয়েছে বছর খানেক ধরেই। সভাপতি অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কমিটির ১৬ সদস্য। এরপর থেকেই স্থবির হয়ে আছে সংগঠনের কার্যক্রম।

সংগঠনটির সমস্যা সমাধানে এগিয়ে আসে টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। গত ১১ মার্চ দুই পক্ষকে নিয়ে বসে এফটিপিও। সেই বৈঠকে চলমান অস্থিরতার সমাধানের আশ্বাস এলেও পরবর্তীতে হীরা-সাগর তা মানেনি বলে অভিযোগ রয়েছে।

এরপর ডিরেক্টরস গিল্ডকে নির্দেশনা দিয়ে চিঠি দেয় এফটিপিও। তবে সভাপতির স্বাক্ষরসহ এক চিঠিতে সাধারণ সম্পাদক পাল্টা চিঠি দিয়ে জানান, সংগঠনে কোনো ঝামেলা নেই। সব চলছে নিয়মমাফিক।

চিঠিতে দেওয়া ডিরেক্টরস গিল্ডের উত্তর ও ভাষা পছন্দ হয়নি এফটিপিওর। চিঠির ভাষার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সাম্প্রতিক অস্থিরতার জন্য দায়ী করে ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর ও সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলকে এফটিপিওর সব কার্যক্রমে অংশগ্রহণ স্থগিত করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি