ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

ফ্রেঞ্চ কাপ জিতেই পিএসজির বিদায় রাঙালেন এমবাপ্পে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মে, ২০২৪, ০৫:০৫ পিএম

ফ্রেঞ্চ কাপ জিতেই পিএসজির বিদায় রাঙালেন এমবাপ্পে

ফ্রেঞ্চ কাপ জিতেই পিএসজির বিদায় রাঙালেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে ফরাসি ফুটবলে যে কতটা গুরুত্ব বহন করে, সেটা প্রমাণ মিললো তার বিদায়ী ম্যাচেও। ফ্রেঞ্চ কাপের লড়াইয়ে মাঠে নামার আগে এমবাপ্পের সঙ্গে দেখা করার জন্য প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ড্রেসিংরুমে গেলেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ম্যাচ শেষে এমবাপ্পেকে মাথায় তুলে নাচলেন সতীর্থরা।

এই মৌসুম শেষেই পিএসজি ছাড়ার কথা রয়েছে কিলিয়ানের। শনিবার (২৫ মে) রাতে অলিম্পিক লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালে ২-১ ব্যাবধনের জয়ে শিরোপা ঘরে তুললো প্যারিসের ক্লাবটি। এই জয়ে এমবাপ্পে বিদায়টা রাঙালেন শিরোপা হাতে।

এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হলো তারা। এর আগে ফরাসি লিগ ওয়ানের শিরোপাও জিতেছে পিএসজি।

ফাইনালে ২২তম মিনিটে উসমান ডেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাবিয়ান রুইজ। ৫৫তম মিনিটে একটি গোল শোধ করেন লিঁওর জেইক ওব্রায়েন। তবে শেষ পর্যন্ত পিএসজির জয় ঠেকাতে পারেনি।

বিদায়ী ম্যাচে গোল পাননি এমবাপে। সব মিলিয়ে ৭ বছরে পিএসজির হয়ে ১৫টি ট্রফি জিতেছেন এমবাপ্পে। আক্ষেপ হয়ে রইলো শুধু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি