ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আহতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ডাইফ মহাপরিদর্শক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ জুন, ২০২২, ০৬:০৬ পিএম

আহতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ডাইফ মহাপরিদর্শক

চট্টগ্রামের সীতাকুন্ডের বি এম কন্টেইনার ডিপো লিমিটেড-এ বিস্ফোরণের ঘটনায় আহত রোগীদের খোঁজ খবর নিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দিন আহমেদ।

বুধবার (১৫ জুন) হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন ১৮ জন এবং আইসিইউতে ২ জন রোগীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

মহাপরিদর্শক আহত, তাঁদের পরিবার এবং কর্তব্যরত চিকিৎকদের সঙ্গে কথা বলেন। যারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুদানের চেক এখনো পাননি তাদেরকে শিগগির চিকিৎসা সহায়তা অনুদানের চেক হস্তান্তরের আশ্বাস প্রদান করেন ডাইফ মহাপরিদর্শক।

মহাপরিদর্শকের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাপরিদর্শক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপমহাপরিদর্শক (ঢাকা) এ কে এম সালাউদ্দিন প্রমুখ।