ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউরো কাপের জন্য দল ঘোষণা করলো তিন বারের চ্যাম্পিয়ন স্পেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০৪:০৫ পিএম

ইউরো কাপের জন্য দল ঘোষণা করলো তিন বারের চ্যাম্পিয়ন স্পেন

ইউরো কাপের জন্য দল ঘোষণা করলো তিন বারের চ্যাম্পিয়ন স্পেন

ইউরোপীয়দের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামী ১৪ জুন জার্মানিতে পর্দা উঠবে ইউরো কাপের ১৭তম আসর। ইতোমধ্যেই এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক জার্মানি, পর্তুগাল, ইতালি ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো। এবার ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আসরের অন্যতম ফেভারিট দল স্পেন।

৭ জুনের আগে এই স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে মূল স্কোয়াড ঘোষণা করা হবে। চোট কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি। এছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন ফেরান তোরেস, লামিন ইয়ামাল, পাউ কুবারসি ও ফেরমিন লোপেজ। রিয়াল মাদ্রিদের হোসেলু, দানি কারভাহাল ও নাচো ফার্নান্দেজও প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

এবারের ইউরোতে ডেথ গ্রুপেই পড়েছে স্পেন। পাড়ি দিতে হবে কঠিন পথ। গ্রুপ সঙ্গী হিসেবে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি, নেশন্স লিগ ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। তাই ভুলের কোন সুযোগ নেই। ২০২১ সালে সবশেষ আয়োজিত ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। ইতালির সেটা দ্বিতীয় ইউরো। সর্বোচ্চ তিনবার করে ইউরো জিতেছে স্পেন ও জার্মানি। স্পেন সবশেষ ইউরো জিতেছে ২০১২ সালে।

গোলরক্ষক: উনাই সিমন, অ্যালেক্স রেমিরো, দাভিদ রায়া।
ডিফেন্ডার: দানি কারভাহাল, হেসুস নাভাস, পাউ কুবারসি, রবিন লে নরম্যান্দ, দানি ভিভিয়ান, নাচো ফার্নান্দেজ, আইমেরিক লাপোর্তে, অ্যালেক্স গ্রিমালদো, মার্ক কুকুরেয়া।

মিডফিল্ডার: রদ্রি হার্নান্দেজ, মার্তিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, মার্কোস লোরেন্তে, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি, ফেরমিন লোপেজ, অ্যালেক্স বেনা, আলেক্স গার্সিয়া।

ফরোয়ার্ড: আলভারো মোরাতা, হোসেলু, নিকো উইলিয়ামস, দানি ওলমো, লামিন ইয়ামাল, ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, আয়োজ পেরেজ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি