ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে: জাকের আলী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০৪:০৫ পিএম

দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে: জাকের আলী

দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে: জাকের আলী

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন জাকের আলী অনিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পান তিনি। গত মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪ বলে ৬৮ রানের ঝড়ো ব্যাটিং করে সবার নজর কাড়েন জাকের।

তবে ২৬ বছর বয়সী জাকেরের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কেননা বিশ্বকাপের মঞ্চে টাইগারদের ভালো কিছু করার জন্য বড় অবদান রাখতে হবে তাকেও। তরুণ এই ক্রিকেটার নিজেও চান বাংলাদেশের জন্য বড় কিছু করতে।

মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় ক্রিকেটে নিজের বেড়ে ওঠা এবং বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কথা বলেছেন জাকের। 
জাকের বলেন, দল হিসেবে আমি চাইব, আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে এবং জিততে। নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। এই বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে। ইচ্ছা থাকবে, আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি। সেসব যেন এবার অর্জন করতে পারি।

নিজের ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে তিনি বলেন, যখন থেকে শুনলাম যে আমি দলে আছি। তখন থেকেই কার সঙ্গে কীভাবে খেলতে হবে সে অনুযায়ী ম্যাচ ম্যাচ খেলা দেখা শুরু করে দিয়েছি। কোন প্রতিপক্ষের সঙ্গে কী রকম কৌশলে নিতে হবে, সেগুলো নিয়ে ভাবছি।

বাংলাদেশ দলের নবীন সদস্যদের একজন জাকের। দলের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে তিনি বলেন, যেভাবে দলে আমাকে স্বাগত জানানো হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। সেটা আসলেই বিশেষ কিছু ছিল।

জাকেরের জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ায় তার মায়ের স্বপ্নও পূরণ হয়েছে। এ বিষয়ে জাকের বলেন, আম্মার স্বপ্ন ছিল, আমি দেশের হয়ে খেলব। উনি সব সময় বলতেন, তোর তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাইদের দলে তুই কবে খেলবি। আর এখন উনি খুব গর্ববোধ করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি