এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ০৪:০৫ পিএম
আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি: অধিনায়ক শান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায় ২০০৭ সালে। এবার এই টুর্নামেন্টের নমব আসরের যৌথভাবে আয়োজক আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বৈশ্বিক এই ছোট ফরম্যাটের পর্দা উঠবে আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে।
প্রতিটি মঞ্চে অংশ নিলেও বাংলাদেশের রেকর্ড বেশ মলিনই বলা চলে। এখন পর্যন্ত নকআউট পর্বে খেলতে পারেনি টাইগাররা। শুধু বিশ্বকাপেই নয় টি-টোয়েন্টি দলের পারফরম্যান্সও বলার মতো নয় বাংলাদেশের। দলের এমন অবস্থার জন্য আবারও ঘরের মাঠের বাজে উইকেটকেই দায়ী করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে টাইগার কাপ্তান বলেন, প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। তবে এটাই বাস্তবতা যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি।
সম্প্রতি টি-টোয়েন্টিতে আইসিসি র্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সে সময়ও ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার জন্য দেশের মাটিতে বাজে উইকেটকে দায়ী করেন শান্ত।
অধিনায়কের কথায় যে ভুল কিছু নেই তার প্রমাণ পাওয়া যায় বিশ্বকাপ দলে থাকা ব্যাটারদের স্ট্রাইকরেটের দিকে তাকালেও। দলে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র তৌহিদ হৃদয়ের স্ট্রাইকরেটই ১৩০-এর বেশি। ব্যাটারদের এই অবস্থা রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন শান্ত।
এ বিষয়ে তিনি বলেন, ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইকরেটেরও উন্নতি হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি