ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিন-ইসরায়েল শান্তি সম্মেলনের আহ্বান শি’র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ০১:০৫ পিএম

অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিন-ইসরায়েল শান্তি সম্মেলনের আহ্বান শি’র

অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিন-ইসরায়েল শান্তি সম্মেলনের আহ্বান শি’র

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, গাজায় অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চলতে পারে না। ন্যায়বিচারের পথ চিরকালের জন্য রুদ্ধ করা যাবে না। ইসরায়েলের সঙ্গেও চীনের সুসম্পর্ক রয়েছে। বেইজিং দীর্ঘদিন ধরে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করছে। 

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বেইজিংয়ে আরব নেতৃবৃন্দ ও কূটনীতি ফোরামে বক্তৃতাকালে তিনি এই শান্তি সম্মেলনের আহ্বান জানান।
এ সম্মেলনে যোগ দিতে চীনে গেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসিসহ কয়েকজন আরব নেতা। সেখানে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করা হচ্ছে।
শি বলেন, সংঘাত অবসানের  লক্ষ্যে তিনি একটি ‘ব্যাপক ভিত্তিক’ শান্তি সম্মেলন অনুষ্ঠানকে  সমর্থন করছেন। তিনি বলেন, উন্নয়নের ব্যাপক সম্ভাবনাময় অঞ্চল হল মধ্যপ্রাচ্য অথচ এখনও সেখানে যুদ্ধ চলছে।

ইসরায়েল গাজায় ২৩৭ দিন ধরে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। এতে অন্তত ৩৬,১৭১জন ফিলিস্তিনি নিহত এবং ৮০,৪২০ জন আহত হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি