ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

এনআইবি’র ডিজি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং গোপালগঞ্জের সহকারী কমিশনারকে সতর্ক করল তথ্য কমিশন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ০৫:০৫ পিএম

এনআইবি’র ডিজি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং গোপালগঞ্জের সহকারী কমিশনারকে সতর্ক করল তথ্য কমিশন

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদানে বাধা এবং তথ্য যাচনাকারীকে হয়রানি করায় সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এছাড়া আবেদনকারীর চাহিত তথ্য ১০ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।

তথ্য কমিশন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

অপর একটি অভিযোগে আবেদনকারীর চাহিত তথ্য প্রদানে অসহযোগিতা করায় এবং কমিশনের নির্দেশ যথাযথ পালন না করায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এছাড়া আবেদনকারীর চাহিত তথ্য ৭ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (৩০ মে) তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণপূর্বক এই আদেশ প্রদান করেন। 

উল্লেখ্য যে, তথ্য কমিশনে আজ ৮টি অভিযোগের শুনানী করে ৬টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।