ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

প্রাথমিকের ভারপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৫ জুন, ২০২২, ০৭:০৬ পিএম

প্রাথমিকের ভারপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ

প্রাথমিকের ভারপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে নিজ দায়িত্বেও অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে (পরিচিতি নং ৫৩১২) অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে পদায়ন করেছেন।  

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উক্ত অধিদপ্তরে মহাপরিচালক পদে কোনো কর্মকর্তা পদায়িত না হওয়া পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি বিধিমতে দায়ীত্বের ভাতা প্রাপ্য হবেন।  

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।