ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Logo
logo

পরিবারের সঙ্গে থাকতে ইউএস সামারে যাচ্ছেন না জেনিফার লোপেজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম

পরিবারের সঙ্গে থাকতে ইউএস সামারে যাচ্ছেন না জেনিফার লোপেজ

পরিবারের সঙ্গে থাকতে ইউএস সামারে যাচ্ছেন না জেনিফার লোপেজ

মার্কিন অভিনেত্রী, সংগীত শিল্পী ও বিনোদন তারক জেনিফার লোপেজ পরিবারের সাথে থাকার জন্য ইউএস সামার সঙ্গীত উৎসবে যোগ দেবেন না। 

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে আগামী ২৬ জুন এ উৎসব শুরু হচ্ছে। এরপর ফ্লোরিডা ও হিউস্টনে আগামী ৩১ আগস্ট এ সঙ্গীত উৎসব শেষ হবে।

জেনিফার লোপেজ তার নিউজলেটারে জানিয়েছেন, তিনি তার তার সন্তান, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে থাকার জন্য সময় নিচ্ছেন, ভক্তদের হতাশ করার বিষয়ে তিনি সম্পূর্ণভাবে হৃদয়বিদারকভাবে বিধ্বস্ত বলে জানান।
জেনিফার লোপেজ ভক্তদের আরো বলেন, অনুগ্রহ করে জেনে রাখুন যে আমি উৎসবে অনুপস্থিতি থাকতাম না যদি পরিবারের সঙ্গে থাকা আমার একেবারেই প্রয়োজনীয় না হত। 

জেনিফার লোপেজ না থাকায় তার অনেক ভক্ত ওই উৎসবে যোগ দেওয়া থেকে বিরত থাকছে ও টিকিট ফেরত দিচ্ছে। 

লোপেজ এবং তার স্বামী বেন অ্যাফ্লেক বর্তমানে আলাদা থাকছেন। এই দম্পতি ২০২২ সালের জুলাই মাসে বিয়ে করেছিলেন। লোপেজের ২৬ জুন অরল্যান্ডোতে শুরু হওয়ার কথা ছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি