ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে রেকর্ড ১৫তম শিরোপা জিতলো রিয়াল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ জুন, ২০২৪, ০২:০৬ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে রেকর্ড ১৫তম শিরোপা জিতলো রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে রেকর্ড ১৫তম শিরোপা জিতলো রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ডর্টমুন্ডের দ্বিতীয় শিরোপা ঘরে তোলার সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে দেয়নি রিয়াল। শনিবার (১ জুন) রাতে তাদের ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দেয় রিয়াল। এই জয়ে রেকর্ড ১৫তম বারের মতো ইউরোপ সেরার ট্রফি ঘরে তুললো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

১৯৮১ সালের পর থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারেনি রিয়াল মাদ্রিদ। ১৯৮৩ সালে পর থেকে কোনো ইউরোপিয়ান ফাইনালে হারেনি এই স্প্যানিশ পরাশক্তি। ২০২৪ সালে এসেও সেই ধারাবাহিকতা বজায় রাখলো রাখলো লস ব্লাঙ্কোসরা।সবশেষ ২০২১-২২ মৌসুমে রিয়াল জিতেছিল এই শিরোপা। মাঝে এই শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছিল ম্যানচেস্টার সিটি।

রোমাঞ্চকর ফাইনালে ২০তম মিনিটে ম্যাট হামেলসের থ্রু বল ধরে রিয়াল গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন করিম আদেমি। থিবু কোর্তোয়া এগিয়ে আসলে তাকে কাটাতে গিয়ে সময়ক্ষেপন করে ফেলেন তিনি। এর মধ্যে কার্ভাহাল এগিয়ে এসে ঝুঁকিমুক্ত করেন রিয়ালকে।

৩৫তম মিনিটে বরুশিয়া গোলরক্ষককের কাছ থেকে বল নিতে গিয়ে তার পায়ে আঘাত করে বসেন ভিনিসিয়ুস জুনিয়র। হলুদ কার্ড দেখান রেফারি। এরপর হলুদ কার্ড দেখেন ডর্টমুন্ডের স্লটারব্যাকও। রিয়ালের ভিনিসিয়ুস, বেলিংহ্যামরা বলার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেননি। ফলে প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আক্রমণের ধার বাড়ালেও সহজে গেল করতে পারেনি রিয়াল। অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭৪তম মিনিট পর্যন্ত। এ সময় দলের প্রথম গোল করেন দানি কার্ভাহাল। টনি ক্রুসের মাপা ক্রস ছয় গজ বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে বল জালে জড়িয়ে দেন তিনি।

ম্যাচের ৮৩তম মিনিটে নিজেদের ভুলে আরেক গোল হজম করে ডর্টমুন্ড। ডিফেন্ডার ইয়ান ম্যাটসন লেফট ব্যাক পজিশন থেকে ভুল পাসে বল দিয়ে বসেন বেলিংহ্যামকে। ইংলিশ এই তারকা এক ঝলকে সেই বল পাঠিয়ে দেন বাঁদিকে থাকা ভিনিসিয়ুসকে। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা ভিনি। 

এর চার মিনিট পর বক্সের মধ্যে দারুণ হেডে কোর্তোয়াকে পরাস্ত করে উচ্ছ্বাসে মেতেছিলেন বরুশিয়ার ফুলক্রুগ। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই শিরোপা উৎসবে মাতেন ভিনিসিয়ুস-বেলিংহ্যামরা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি