এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম
জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প
জাপানের মধ্যাঞ্চলে সোমবার (৩ জুন) ভোর ৬টা ৩১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। তবে কোন সুনামির সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া দপ্তর একথা জানিয়েছে।
এর উৎপত্তিস্থল ছিল নোতো উপদ্বীপ। গত ১ জানুয়ারি মাসে সেখানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৩০ জন নিহত হন। এনএইচকে জানায়, সোমবারের এ ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া দপ্তর জানায়, প্রথম ভূমিকম্পের ১০ মিনিট পর ৪.৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। উল্লেখ্য, জাপান হচ্ছে বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি