এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ জুন, ২০২৪, ০৯:০৬ পিএম
আইসিসির প্রাইজমানি ঘোষণা, বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২৯ কোটি টাকা
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে। শিরোপা জয়ী দলের জন্য বরাদ্দ করা হয়েছে ২.৪৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা।
রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন ডলার। বাংলাদেশি সাড়ে ১৫ কোটি টাকা। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ড দলকে পুরস্কার দেওয়া হয়েছিল ১.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ছিল ১৮ কোটি টাকার কিছু বেশি। আর রানার্স আপ দলকে দেওয়া হয় ৮ লাখ ডলার। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৯ কোটি পকেটে পুরেছিল পাকিস্তান দল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আগের চেয়ে এবার বেশি মূল্যের অর্থ পাচ্ছে।
সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার। যা বাংলাদেশি মূল্যে দাঁড়ায় ৯ কোটি ২৪ লাখ টাকা। সুপার এইট থেকে বাদ পড়া চারদল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। সেমিফাইনাল ও ফাইনালে জয়ের জন্য প্রতি দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার। যা বাংলাদেশি টাকায় ৩৬ লাখ টাকা।
এ ছাড়া ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দল পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার বা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯০ লাখ টাকা। ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল পাবে ২ লাখ ২৫ হাজার ডলার করে। বংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১১.২৫ মিলিয়ন ডলার খরচ হবে দলগুলোকে পুরস্কৃত করতে। যা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি টাকা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি