ঢাকা, রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

আলবেনিয়ায় আন্তর্জাতিক তথ্য কমিশনার সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডক্টর আবদুল মালেক


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৩ জুন, ২০২৪, ০৭:৪৫ পিএম

আলবেনিয়ায় আন্তর্জাতিক তথ্য কমিশনার সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডক্টর আবদুল মালেক
আলবেনিয়ার রাজধানী তিরানায় আন্তর্জাতিক তথ্য কমিশনার সম্মেলনে প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন
বিশ্বের ৮০ টি দেশের ১৪০ জন প্রতিনিধির উপস্থিতিতে আলবেনিয়ার রাজধানী তিরানায় আন্তর্জাতিক তথ্য কমিশনার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মিলিত উদ্বোধনী প্যানেল সেশনের আলোচক বক্তা হিসেবে তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক “Empowering Vulnerable Groups through Access to Information and Transparency” বিষয়ে বক্তব্য রাখেন। তাঁর প্যানেলে ছিলেন শ্রীলঙ্কার প্রধান তথ্য কমিশনার আজারবাইজানের ন্যায়পাল (OMBUDSMAN) এবং আমেরিকার কার্টার সেন্টারের সিনিয়র উপদেষ্টা। সম্মেলন উদ্বোধন করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা (Edi Rama)।