ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Logo
logo

উন্নত এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থায় পৌঁছার লক্ষ্যে তথ্য অধিকার আইন উল্লেখযোগ্য সংযোজন: তথ্য কমিশনার


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৩ জুন, ২০২৪, ০৩:১৫ পিএম

উন্নত এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থায় পৌঁছার লক্ষ্যে তথ্য অধিকার আইন উল্লেখযোগ্য সংযোজন: তথ্য কমিশনার
সাটুরিয়া উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন তথ্য কমিশনার মাসুদা ভাট্টি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে আজ ০৩ মে, ২০২৪ সোমবার প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার মাসুদা ভাট্টি বলেন, একটি উন্নত এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থায় পৌঁছার লক্ষ্যে বাংলাদেশে তথ্য অধিকার আইন একটি বিশেষ ও উল্লেখযোগ্য সংযোজন। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এই আইন পাস করে যা অত্যন্ত কার্যকর ও জনবান্ধব একটি আইন। আইনটি করার ফলে মানুষের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

তথ্য কমিশনার সংযোজন করেন, তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণে প্রণীত এই আইনের প্রয়োগের ফলে সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি হবে এবং দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আইনটি জনগণকে ক্ষমতায়িত করেছে। 

মাসুদা ভাট্টি আরো বলেন, জনগণ তাদের অর্থে পরিচালিত সকল রাষ্ট্রের সকল কর্মকা-ের হিসাব নিতে পারে। জনগণের চাহিত তথ্য কোনো কর্তৃপক্ষ না দিলে তথ্য অধিকার আইনে শাস্তির বিধান রয়েছে। আইনটি পড়ে নিজেকে সমৃদ্ধ ও ক্ষমতাবান করার মাধ্যমে রাষ্ট্রের সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নিজেকে সামিল করার আহ্বান জানান তথ্য কমিশনার।