এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ জুন, ২০২৪, ০২:০৬ পিএম
বাগদাদে কেএফসিতে হামলায় গ্রেপ্তার ১২
সোমবারে এ হামলায় কেএফসিতে ব্যাপক ক্ষতি হয়েছে তবে গ্রাহক বা কর্মচারিদের কেউ হতাহত হয়নি। নিরাপত্তা বাহিনী দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়ে এতে তিন জন আহত হয়েছেন।
বাগদাদের প্যালেস্টাইন স্ট্রিটে সোমবারের এ হামলা ছিল এক সপ্তাহের মধ্যে তৃতীয় হামলার ঘটনা। তাইয়িব হিজবুল্লাহর এক বিবৃতিতে মার্কিন পণ্য বর্জন ও বহিস্কারের জন্য ইরাকিদের প্রতি আহ্বান জানানোর পর এই হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই হামলার ব্যাপারে কোন মন্তব্য করেনি। আমেরিকান গ্রুপ মিডলইস্ট এন্ড নর্থ আফ্রিকা ফ্রান্সাইজি অফ ফাস্টফুড রেস্টুরেন্ট কেএফসি এন্ড পিজা হাট এই দোকান খোলে।
ইরাকের নিরাপত্তা বাহিনী সোমবার রাতের এ হামলা সম্পর্কে কোন মন্তব্য করেনি। কেএফসি ব্রান্ড এরআগে কেন্টুকি ফ্রাইড চিকেন বলে পরিচিত ছিল। এর মালিক হল যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউম। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি