ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

লুক্সেমবার্গকে উড়িয়ে দিল ফ্রান্স


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ১২:০৬ পিএম

লুক্সেমবার্গকে উড়িয়ে দিল ফ্রান্স

লুক্সেমবার্গকে উড়িয়ে দিল ফ্রান্স

প্যারিস সেন্ত জার্মেই থেকে মুক্তি পেয়ে কাঙ্খিত ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর উড়ছেন কিলিয়ান এমবাপ্পে। বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারই প্রমাণ রাখলেন। ফুরফুরে মেজাজে থাকা এমবাপ্পে গোল করেছেন, পাশাপাশি গোল করিয়েছেনও। ফলে লুক্সেমবার্গের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ফ্রান্স।

মেটজে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে সহজ জয় পেলেও গোলগুলো সহজে আসেনি। প্রথম গোলের জন্য সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে যথেষ্ঠ ঘাম ঝড়াতে হয়েছে। প্রথম গোলের জন্য বিরতির আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে। র্যান্ডল কোলো মুয়ানি বিরতির আগে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন। জোনাথন ক্লাউস ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। দুটো গোলেরই রূপকার ছিলেন এমবাপ্পে। ৮৫ মিনিটে তৃতীয় গোল পায় ফান্স। এ গোলে আর রূপকার নয়, নিজেই গোল করেন গত বিশ্বকাপের হ্যাটট্রিকম্যান এমবাপ্পে।

জাতীয় দলের হয়ে এমবাপ্পের এটা ছিল ৪৭তম গোল। সব মিলিয়ে ৭৮ ম্যাচে ৮০ গোলে অবদান রেখেছেন তিনি। এমবাপ্পের এমন পারফরম্যান্সে দারুণ খুশি কোচ দিদিয়ের দেশ্যাম। তিনি বলেন, জাতীয় দলের শুরু থেকেই সে এমন ভয়ঙ্কর ফর্মে রয়েছে। সে এ ম্যাচে দারুণ খেলেছে। গত কয়েক ম্যাচে তার শরীর ও মাথা একই সঙ্গে কাজ করেনি। কিন্তু এখন সে সবকিছু জয় করার পরিকল্পনা করেছে। এখন সে দারুণ করছে।

ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত লড়াইয়ের আগে ফ্রান্স আরো একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা। আগামী রোববার এ ম্যাচে মাঠে নামবে তারা।

ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্স ১৭ জুন অস্ট্রিয়ার, ২১ জুন নেদারল্যান্ডসের এবং ২৫ জুন পোল্যান্ডের মুখোমুখি হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি