ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিশ্বকাপ ক্রিকেটে উগান্ডার ইতিহাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ১২:০৬ পিএম

বিশ্বকাপ ক্রিকেটে উগান্ডার ইতিহাস

বিশ্বকাপ ক্রিকেটে উগান্ডার ইতিহাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাস গড়লো উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই চমক দেখিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। আজ সকালে 'সি' গ্রুপের ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়েছে। পাপুয়া নিউগিনির ৭৭ রানের জবাবে উগান্ডা ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

টসে জয়ের পর উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। পাপুয়া নিউগিনির ব্যাটাররা মোটেও সুবিধা করতে পারেনি। মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পান। লেগা সিয়াকা (১২), হিরি হিরি (১৫) ও কিপলিন ডোরিগা (১২) ছাড়া অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি। 

উগান্ডার পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। আলপেশ রামজানি, কসমস কেউতা, জুমা মিয়াগি ও ফ্রাঙ্ক সুবুগা দুটো করে উইকেট শিকার করেছেন।

জবাবে উগান্ডার শুরুটা যে ভালো ছিল তা নয়। বরং তাদের সামনে বড় লজ্জার শঙ্কা জেগে উঠেছিল। স্কোরবোর্ডে ৬ রান তুলতেই ৩ উইকেটের পতন হয়েছিল তাদের। তবে রিয়াজত আলী দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন। স্রোতের বিপরীতে ব্যাটিং করে ৩৩ রান করেছেন। ৫৬ বল খেলেছেন। তার ইনিংসে মাত্র একটি  বাউন্ডারি ছিল।

তবে উগান্ডার জয়ে পাপুয়া নিউগিনির বোলারদের অবদান কম নয়। অতিরিক্ত খাত থেকে উগান্ডা ১৫ রান পেয়েছে। ১৫টিই ওয়াইড বল। অবশ্য উগান্ডার বোলাররাও অতিরিক্ত রান দেওয়ার লড়াইয়ে খুব একটা পিছিয়ে ছিল না। ১৩ রান দিয়েছে তারা অতিরিক্ত খাতে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি