ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

কিপটে বোলিংয়ের রেকর্ড গড়লেন উগান্ডার এনসুবুগা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৮:০৬ পিএম

কিপটে বোলিংয়ের রেকর্ড গড়লেন উগান্ডার এনসুবুগা

কিপটে বোলিংয়ের রেকর্ড গড়লেন উগান্ডার এনসুবুগা

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর শুরু হওয়ার আগেই বয়স্ক ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছিলেন উগান্ডার ফ্র্যাঙ্ক এনসুবুগা। ৪৩ বছর বয়সে বিশ্বকাপে অংশ নিলেন তিনি। এবার টুর্নামেন্ট শুরুর পর দুর্দান্ত পারফরম্যান্সে আকেটি রেকর্ড গড়লেন এই ডানহাতি স্পিনার।

বৃহস্পতিবার (৬ জুন) গায়ানায় পাপুয়া নিউ গিনিকে হারিয়ে ঐতিহাসিক জয় পায় উগান্ডা। নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় আফ্রিকার দেশটি। ম্যাচে ৪ ওভারের বোলিংয়ে ২ মেডেনসহ ৪ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। আর এতেই কিপটে বোলিংয়ের রেকর্ডের পাতায় নাম লেখান এনসুবুগা।

এর আগে চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে আনরিখ নর্কিয়ার করা ৪ ওভারে ৭ রানের রেকর্ডটি ছিলো সবচেয়ে কম খরুচে। সেই ম্যাচে ৪ উইকেটও শিকার করেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। 

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে এনসুবুগার পথচলা শুরু হয় থেকে ২৭ বছর আগে। ১৬ বছর বয়সে ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে পূর্ব মধ্য আফ্রিকার হয়ে তার অভিষেক। সে সময় মালাওয়ি, তানজানিয়া, উগান্ডা, জাম্বিয়ার খেলোয়াড়েরা একসঙ্গে এই দলটির হয়ে খেলত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি