ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

অস্ত্র সরবরাহে বিলম্বের জন্য জেলেনস্কির কাছে দুঃখপ্রকাশ জো বাইডেনের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ১১:০৬ পিএম

অস্ত্র সরবরাহে বিলম্বের জন্য জেলেনস্কির কাছে দুঃখপ্রকাশ জো বাইডেনের

অস্ত্র সরবরাহে বিলম্বের জন্য জেলেনস্কির কাছে দুঃখপ্রকাশ জো বাইডেনের

৮০তম ডি-ডে অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন প্যারিসে রয়েছেন। এখানেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা তিনজনেই নরম্যান্ডিতে ডি-ডে বার্ষিকীতে যোগদান করেন। 

সিএনএন জানিয়েছে, এসময় পার্শ্ব-আলোচনায় মিলিত হন বাইডেন ও জেলেনস্কি। জো বাইডেন দুঃখ প্রকাশ করে জেলেনস্কিকে জানান, রিপাবলিকানদের বিরোধিতার কারণে ঠিক করে রাখা সহায়তা প্যাকেজটি ছাড় করানো যাচ্ছে না। এর মধ্যেই শুক্রবার জেলেনস্কি ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ইউরোপ এখন আর শান্তির মহাদেশ নয়। 

এই ডি-ডে অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়নি রুশ প্রেসিডেন্ট পুতিনকে। এদিন তিনি সেন্ট পিটার্সবার্গ ইকোনোমিক ফোরামে ভাষণ দেবেন। সেখানে পুতিন তুলে ধরবেন বিশ্ব অর্থনীতি ও রাজনীতির হালচাল।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি