এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ জুন, ২০২৪, ০২:০৬ পিএম
এবার হামলার শিকার হলেন ডেনিস প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন
ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন তিনি। এ ঘটনায়ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছিল। ডেনমার্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা রিটজাউ এ খবর জানায়।
রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের কাজ চালানোর সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। গত ১৫ মে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছিল। গুরুতর আহত অবস্থা থেকে তিনি বেঁচে ফিরলেও, তাকে বেশ কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।
ডেনমার্কের টিভি২-এর খবরে বলা হয়, এই হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে প্রচারণা চালাচ্ছিলেন।
এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ফ্রেডিরিকসেনের এটি আমাদের গণতন্ত্রের উপর হামলা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এ হামলাকে কাপুরুষোচিত আগ্রাসন বলে নিন্দা করেছেন।
কেন প্রধানমন্ত্রী ফ্রেডিরিকসেনের ওপর এই হামলার ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে কর্মরত এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক হয়ে পড়েন। হামলার পরপরই সেখান থেকে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি