ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি গণহত্যা যুক্তরাষ্ট্র জড়িত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৩:০৬ পিএম

নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি গণহত্যা যুক্তরাষ্ট্র জড়িত

নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি গণহত্যা যুক্তরাষ্ট্র জড়িত

চার জন জিম্মিকে মুক্ত করার সময় এই বর্বর গণহত্যা চালায় ইসরায়েলি বাহিনী মধ্য গাজার এই শরণার্থী শিবিরে। সেখানে গণহত্যার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২১০ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আর চার শতাধিক। 

শনিবার দিনের বেলায় শিবিরটিতে এ ভয়াবহ গণহত্যায় ‘জটিল অভিযান’ চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় জিম্মি মুক্তিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা প্রদান করেছে। 

মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলে অবস্থিত মার্কিন সেল জিম্মি উদ্ধারের এই অভিযানে সহায়তা প্রদান করেছে।

পরে সিএন্ন জানায়, ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলে অবস্থিত আমেরিকান সেল হল একটি কমিটি যা গত ৭ অক্টোবর থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে।

তবে সিএনএন জানায়, এ ঘটনার সঙ্গে ঘণিষ্ঠ সূত্র বলেছে, শনিবার ওই হামলা-অভিযানে মার্কিন সেনারা সরাসরি অংশ নেয়নি।

নুসেইরাত শিবিরের বাসিন্দা নিদাল আবদো মিডলইস্টআই বলেন, ‘দখলদার বাহিনী শরণার্থী শিবিরটিকে শ্বাসরুদ্ধ করে সেখানকার নিরীহ ও নিরস্ত্র অসামরিক সাধারণ মানুষদের বাড়িঘরের ওপর অবিরাম বোমাবর্ষণ করেছে। আমি কখনো আমার জীবনে এমন ভয়াবহ বিপর্যয় দেখিনি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি