ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

মোদির শপথের পরদিনই আম্বানি-আদানির শেয়ারদর আবার বাড়লো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০৩:০৬ পিএম

মোদির শপথের পরদিনই আম্বানি-আদানির শেয়ারদর আবার বাড়লো

মোদির শপথের পরদিনই আম্বানি-আদানির শেয়ারদর আবার বাড়লো

ভোটের ফলপ্রকাশের দিন সকালে যে ধস নেমেছিল, সোমবার দিনের শুরুতেই সেই ক্ষতি একলাফে সামলে নিল শেয়ার বাজার। কারণ, মোদি থ্রি পয়েন্ট নট সরকার গঠন। এদিন বাজার খুলতেই স্টক মার্কেট সর্বকালের উচ্চতায় পৌঁছে যায়। তৃতীয় মেয়াদে মোদি সরকার রোববার শপথ নেওয়ায় সেনসেক্স সোমবার সকালেই ৭৬,৭৩০ পয়েন্ট এবং নিফটি ২৩,৩২০ পয়েন্ট দিয়ে বাজার খোলে। 

এদিন তথ্যপ্রযুক্তি, মেটাল এবং ভোগ্যপণ্য উৎপাদক কোম্পানিগুলির শেয়ার ছাড়া প্রায় সবকটিই তালিকাভুক্ত শেয়ার সবুজ হয়ে ছিল। এর মধ্যে এগিয়ে রয়েছে আম্বানি গোষ্ঠীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড। সকালে বাজার খুলতেই এনএসই নিফটি ৫০ ছিল ৯১.৯০ পয়েন্ট অথবা ০.৩৯ শতাংশ বেশি। অন্যদিকে বিএসই সেনসেক্স ছিল ২৩৩.১১ পয়েন্ট অথবা ০.৩০ শতাংশ বেশি।

আদানি পোর্টস, পাওয়ার গ্রিড কর্পোরেশন, বাজাজ অটো, কোল ইন্ডিয়া এবং শ্রীরাম ফিনান্স নিফটিতে বিশাল লাভবানের জায়গায় রয়েছে। চড়চড় করে বাড়ছে এদের শেয়ার দর। নিফটিতে সব থেকে বড় পতন হয়েছে টেক মাহিন্দ্রা, ইনফোসিস, ড: রেড্ডিস ল্যাব, হিন্ডালকো-র।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি