ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় যুদ্ধবিরতির হামাসের জবাব পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ জুন, ২০২৪, ০৪:০৬ পিএম

গাজায় যুদ্ধবিরতির হামাসের জবাব পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতির হামাসের জবাব পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র

 যুক্তরাষ্ট্র বলেছে, হামাসের জবাবে যুদ্ধবিরতি পরিকল্পনার কিছু ‘সংশোধনী’ আনার চেষ্টা করা হয়েছে। হামাস মধ্যস্থাকারীদের কাছে যে জবাব দিয়েছে তাতে সরাসরি পরিকল্পনাটি গ্রহণ করেছে বলে মনে হচ্ছে না। তবে তারা গাজায় আট মাসের যুদ্ধবিরতির প্রতারণাপূর্ণ আলোচনাকে সচল রাখতে চাচ্ছে। 

কাতার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা ও মার্কিন মধ্যস্থতাকারীরা হামাসের প্রস্তাব গ্রহণের জবার পেয়েছেন বলে জানিয়েছেন। তারা এখন তা পরীক্ষা করে দেখছেন। আল-জাজিরা জানায়, হামাস ও ইসলামিক জিহাদ এক বিবৃতিতে জবাব দানের কথা জানিয়েছে।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘হামাসের দেওয়া জবাব আমরা পেয়েছি। আমরা এখন তা পরীক্ষা করে দেখছি।’

হামাস মুখপাত্র জিহাদ তাহা নিশ্চিত করেছেন যে, হামাসের জবাবে যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, জিম্মি-বন্দি মুক্তি ও পুণর্গঠনের ব্যাপারে কিছু সংশোধনী  সংযোজন করা হয়েছে।

হামাস যুদ্ধবিরতি পরিকল্পনা বিস্তারিত রূপরেখা সমর্থন করেছে। তবে ইসরায়েল এর শর্তাবলী বিশেষকরে স্থায়ী যুদ্ধবিরতির শর্ত মানবে কি-না তা নিয়ে হামাস কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি