ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৪, ১০:০৬ পিএম

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

 টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই ডি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে যাবে টাইগাররা।

বৃহস্পতিবার (১৩ জুন) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইসের আর্নস ওভাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নেদারল্যান্ডস।
এর আগে বৈশ্বিক এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ রানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এই গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক-ব্যাটার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি