ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউরো মাঠে গড়ানোর আগে ফ্লু ভাইরাসে আক্রান্ত কিলিয়ান এমবাপ্পে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৪, ১০:০৬ পিএম

ইউরো মাঠে গড়ানোর আগে ফ্লু ভাইরাসে আক্রান্ত কিলিয়ান এমবাপ্পে

ইউরো মাঠে গড়ানোর আগে ফ্লু ভাইরাসে আক্রান্ত কিলিয়ান এমবাপ্পে

শুক্রবার দিবাগত রাত ১ টায় জার্মানিতে শুরু হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের লড়াই। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। আর এরমধ্যে দুশ্চিন্তা বেড়েছে ফরাসি কোচ দিদিয়ার দেশমের। হুট করেই ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে এই ফ্লুতে আক্রান্ত হয়েছেন আরেক ফরোয়ার্ড কিংসলে কোমানও।

বৃহস্পতিবার (১৩ জুন) দলীয় অনুশীলনে ছিলেন না এমবাপ্পে ও কোমান। পরে জানা যায় ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই দুই ফুটবলার। জানা গেছে কোচ দেশম সহ দলের আরও কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছিলেন। জাতীয় দলের খেলোয়াড়রা একত্রিত হওয়ার পর থেকেই একে একে অনেকেই জ্বরে পড়েছেন। -দ্য ডেইলি স্টার
এদিকে এই ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে বলেছেন, আমি এখন অনেকটা ভালো আছি। গত সপ্তাহে আমার জ্বর হয়েছিল। প্রথম আমিই জ্বরে আক্রান্ত হই। এখন ভালো আছি। বাকিরাও সুস্থ হয়ে উঠছে। দু-এক দিনের মধ্যে সবাই সুস্থ হয়ে যাবে।

এদিকে ফ্রান্সের অনুশীলন দেখার জন্য আগের দিন ৪ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিল মাঠে। গাঁটের টাকা খরচ করা এই দর্শকদের বেশির ভাগেরই নজর ছিল এমবাপ্পের উপর। কিন্তু মাঠে উপস্থিত ছিলেন না রিয়াল মাদ্রিদ তারকা।

আগামী ১৮ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ফরাসিদের ইউরো মিশন শুরু হবে। 'ডি' গ্রুপের তাদের অপর দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পোলান্ড। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি