এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ জুন, ২০২৪, ১১:০৬ পিএম
সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় প্রথমবার টুর্নামেন্টটিতে অংশ গ্রহণের সুযোগ পায় যুক্তরাষ্ট্র। আর প্রথম আসরেই বাজিমাত করেছে তারা। যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের মধ্যবর্তী ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ এ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র।
এতে করে টি২০ বিশ্বকাপের এবারের আসর থেকে ছিটকে গেলো পাকিস্তান।
শুক্রবার (১৪ জুন) সুপার এইটে পাকিস্তানে কোয়ালিফাই করার যেটুকু ভাগ্য খানিক সমীকরণের ওপর নির্ভরশীল ছিলো তাও আজকের ম্যাচে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের পয়েন্ট ভাগাভাগির কারণে শেষ হয়ে গেছে।
ফ্লোরিডায় আজকের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিলে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সমান পয়েন্ট থাকতো যুক্তরাষ্ট্রের।
সেক্ষেত্রে নেট রান রেট বিবেচনায় সুপার এইটে যেতে পারতো পাকিস্তান। প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টে অংশ নিয়ে সুপার এইটে কোয়ালিফাই করে তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
এবারের আইসিসি টুর্নামেন্ট বেশ বড় আশা নিয়েই শুরু করেছিলো বাবর-শাহিনরা। টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপ ঘরে নিয়েই ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন দলটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
তবে টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের সাথে সুপার ওভারে ম্যাচ হারের পর ভারতের সাথেও হেরে যায় পাকিস্তান। এতে টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্ন ক্ষীণ হয়ে আসে পাকিস্তান দলের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি