ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

আলী দাইয়ির পাশে মেসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম

আলী দাইয়ির পাশে মেসি

আলী দাইয়ির পাশে মেসি

গুয়াতেমালার বিপক্ষে বড় জয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। ৪-১ গোলে জয় পেয়েছে তারা। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ম্যাচে দুই গোল করেছেন। এই জোড়া গোলে একটা কীর্তি গড়েছে বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক। ১০৮ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেতৃত্ব দিচ্ছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০৬ ম্যাচে ১২৮ গোল রোনালদোর। তার থেকে ২০ গোল কম মেসির। তালিকায় মেসি দ্বিতীয় স্থানে, তবে এককভাবে নয়, যুগ্মভাবে। তার সঙ্গে রয়েছেন ইরানের আলী দাইয়ি। তার গোল সংখ্যা ১০৮। আলী দাইয়ি ১৪৮ ম্যাচে এই গোল করেছেন। তার সমান ১০৮ গোল করতে মেসিকে খেলতে হয়েছে ১৮১ ম্যাচ। 

২০০৬ সালে আলী দাইয়ি যখন অবসর নেন তখন তিনি ছিলেন আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতার তালিকার শীর্ষে। একটা সময় রোনালদোর জন্য তাকে জায়গা ছেড়ে দিতে হয়। রোনালদো উঠে আসেন শীর্ষে। এবার মেসির জন্য দ্বিতীয় স্থান ছেড়ে দিতে হবে আলী দাইয়িকে। যে কোনো সময় মেসিকে দ্বিতীয় স্থান ছেড়ে তাকে তৃতীয় স্থানে নেমে যেতে হবে।

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। এ টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিনটি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে তিন ম্যাচেই খেলবেন মেসি। শুধু তাই নয়, আর্জেন্টিনার অনেক দূর যাওয়ার সামর্থ্য রয়েছে। সে ক্ষেত্রে মেসি তিন বা তার বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন।  এ অবস্থায় যে কোনো সময় আলী দাইয়িকে পেছনে ফেলে মেসি এককভাবে দ্বিতীয় স্থানে উঠে আসবেন।

আন্তর্জাতিক ফুটবলে এই তিন খেলোয়াড়- রোনালদো, দাইয়ি ও মেসির গোলের সেঞ্চুরি রয়েছে। অন্য কোনো খেলোয়াড় গোলের সেঞ্চুরির দেখা পাননি। তবে কাছাকাছি এসে থেমে গেছেন ভারতের সুনীল ছেত্রী। ১৫১ ম্যাচে ৯৪ গোল তার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি