ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

এবার মার্কিন ওয়াটার পার্কে গুলি, আহত শিশুসহ ১০ 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৪, ০৪:০৬ পিএম

এবার মার্কিন ওয়াটার পার্কে গুলি, আহত শিশুসহ ১০ 

এবার মার্কিন ওয়াটার পার্কে গুলি, আহত শিশুসহ ১০ 

মার্কিন রাজ্য মিশিগানের রচেস্টার হিলসের ব্রুকল্যান্ডসে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশের এক কর্মী বলেছেন, ‘‘একটি বহুতল থেকে এক ব্যক্তি বাচ্চাদের ওয়াটার পার্কে গুলি চালায়।’’

সিএনএন জানায়, শনিবার বিকেলে রচেস্টার হিলসের ব্রুকল্যান্ডস পার্কের সামনে একটি গাড়ি থেকে এক ব্যক্তি নামে, তারপর সে একটি আধাস্বয়ংক্রিয় ৯এমএম গ্লক পিস্তল দিয়ে প্রায় ৩০টি গুলি ছোড়ে। 

 অকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বুচার্ড জানিয়েছেন, বন্দুকধারীর মরদেহ নিকটস্থ একটি বাড়িতে পাওয়া গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি