ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

আলবানিয়ার চমকের পর ইতালির জয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৪, ০৪:০৬ পিএম

আলবানিয়ার চমকের পর ইতালির জয়

আলবানিয়ার চমকের পর ইতালির জয়

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে চমকে দিয়েছিল আলবানিয়া। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম গোল করে ম্যাচে এগিয়ে গিয়েছিল তারা। ইতিহাস গড়লেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি আলবানিয়া। তাদেরকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে ইতালি।

শনিবার রাতে জার্মানির ডর্টমুন্ড বিভিবি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে দর্শক নিজ নিজ আসনে বসতে না বসতেই সবাইকে চমকে দেয় আলবানিয়া। সতীর্থ ফেডেরিকো ডিমারকোর কাছ থেকে বল পেয়ে মাত্র ২৩ সেকেন্ডের মধ্যে দলকে এগিয়ে নেন নেদিম বাজরামি। 

ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটি দ্রুততম গোল। বাজরামির এ গোল পেছনে ফেলেছে রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কোর গোল। ২০০৪ সালে গ্রিসের বিপক্ষে ৬৭ সেকেন্ডে গোল করেছিলেন কিরিচেঙ্কো। দীর্ঘ ২০ বছর পর তার রেকর্ডকে পেছনে ফেললেন বাজরামি।

আলবানিয়া যেমন ইতালিকে চমকে দিয়েছিল তেমনি ইতালিও চমকে দিয়েছে আলবানিয়াকে। মাত্র ১৬ মিনিটের  মধ্যে তারা শুধু গোল পরিশোধ করেছে তা নয়, জয়সূচক গোলও আদায় করে নিয়েছে। আলেসান্দ্রো বাস্তোনি ১১ মিনিটে এবং নিকোলা বারেলা ১৬ মিনিটে গোল করেন।

এ জয়ের ফলে ‘বি’ গ্রুপে ইতালি দ্বিতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট তবে গোল পার্থক্যে স্পেন পয়েন্ট টেবিলে নেতৃত্ব  দিচ্ছে। স্পেন প্রথম ম্যাচে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি