ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

অস্ট্রেলিয়াকে ১৮১ রানের টার্গেট স্কটল্যান্ডের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৪, ০৪:০৬ পিএম

অস্ট্রেলিয়াকে ১৮১ রানের টার্গেট স্কটল্যান্ডের

অস্ট্রেলিয়াকে ১৮১ রানের টার্গেট স্কটল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে 'বি' গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ভরযোগ্য সংগ্রহ দাঁড় করিয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রোববার সকালে গ্রস আইলেটে শুরু হওয়া এ ম্যাচে স্কটল্যান্ড ৫ উইকেটে ১৮০ রান করেছে।

অস্ট্রেলিয়া আগেই সুপার এইটে খেলা নিশ্চিত করেছে। তাদের বিপক্ষে এ ম্যাচে জয় পেলে স্কটল্যান্ড সুপার এইটে খেলবে। সেক্ষেত্রে বিদায় নিতে হবে ইংল্যান্ড। এ ম্যাচের আগে নামিবিয়াকে হারিয়ে ইংল্যান্ড সুপার এইটে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। তার এখন অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের জন্য অপেক্ষা করছে।

স্কটল্যান্ডের বড় সংগ্রহে বড় অবদান রেখেছেন ব্রান্ডন ম্যাকমুলেন। ৬০ রান করেন তিনি। তার সঙ্গে অধিনায়ক রিচি বেরিংটন ও ওপেনার জর্জ মুনসেও দারুণ ব্যাটিং করেছেন। বেরিংটন ৩১ বলে ৪২ রান করেছেন।। অন্যদিকে মুনসে ২৩ বলে করেন ৩৫ রান। 

অস্ট্রেলিয়ার সফল বোলার ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪ ওভারে ৪৪ রানে দুই উইকেট নেন তিনি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি