এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ জুন, ২০২৪, ০৪:০৬ পিএম
৯ জন নিয়ে জয় ইন্টার মায়ামির
লিওনেল মেসি নেই। কোপা আমেরিকায় খেলার জন্য জাতীয় দলে যোগ দিয়েছেন তিনি। তারপরও মেজর সকার লিগে জয় পেতে কোনো সমস্যা হয়নি ইন্টার মায়ামির।। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৯ জন নিয়েও জয় পেয়েছে তারা। ২-১ গোলের জয়। হুলিয়ান গ্রেসেল এববং লিওনার্দো আফোনসো মায়ামির হয়ে এবং মিকেল উহরে ফিলাডেলফিয়ার হয়ে গোল করেছেন।
লিওনেল মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামির বিপর্যয়ের আশঙ্কা করা হয়েছিল। ম্যাচের শুরুতে তার ইঙ্গিতও ছিল। খেলা শুরু হতে না হতেই গোল হজম করতে হয়েছিল ইন্টার মায়ামিকে। জ্যাকব গ্লেসনেসের কাছ থেকে বল পেয়ে আগুয়ান ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে পরাভূত করেন মিকেল উহরে। ইউনিয়নের হয়ে এটা ষষ্ঠ গোল তার।
ত্রয়োদশ মিনিটে ইউনিয়ন দ্বিগুন করার সুযোগ পেয়েছিল। কিন্তু কুইন সুলিভানের শট পোস্টের বাইরে দিয়ে চলে যাওয়ায় এ যাত্রায় রক্ষা পায় মায়ামি।
মেসির পাশাপাশি লুইস সুয়ারেজও দলে নেই। ফলে ইউনিয়নের আক্রমণ রুখে প্রতি আক্রমণ চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। ৩৯ মিনিট পর্যন্ত তারা একবারো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির আগে তারা কোনো গোলের দেখা পায়নি। অবশেষে দ্বিতীয়ার্ধের শুরুতে হুলিয়ান গ্রেসেল গোল করে সমতায় ফেরায়। মৌসুমে এটা তার প্রথম গোল।
কিছু সময় পর ইন্টার মায়ামি দলে ঘটে বড় দুই অঘটন। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে রুইজজ ৬৯ মিনিটে মাঠ ছাড়েন। আর ৮৮ মিনিটে একইভাবে মাঠ ছাড়তে হয় আভিলেসকে। তবে ম্যাচের নাটক তখনো বাকি ছিল। আর বাকি সময়ে আফোনসো গোল করে মায়ামিকে জয় এনে দেয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি