এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জুন, ২০২৪, ০২:০৬ পিএম
ইউরো মিশনে রোনালদোদের ম্যাচ আজ
ইউরো চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল। লিপজিগ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নামবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল। তবে ২০১৬ শিরোপা জয়ের পর থেকে খুব একটা সুবিধাজনক সময় পার করতে পারছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ২০১৬ সালে ইউরো শিরোপা জয়ের পর তিনটি বড় আসরে প্রতিদ্বন্দ্বিতা করেছে পর্তুগাল। ২০২০ সালের ইউরোর পাশাপাশি ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে খেলেছে তারা।
বড় ধরণের এই তিন আসরে সমর্থকদের বড্ড বেশি হতাশ করেছে পর্তুগাল। এই তিন আসরে নক আউট পর্বে একটা মাত্র ম্যাচে জয় পেয়েছে। ২০২২ সালের বিশ্বকাপের দ্বিতীয় পর্বে পেয়েছিল সেই জয়টি। এছাড়া দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছে তারা।
অন্যদিকে চেক প্রজাতন্ত্রও জয়ে টুর্নামেন্ট শুরু করতে চায়। তুরস্ক ও জর্জিয়া রয়েছে তাদের গ্রুপে। তবে পুর্তগালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে চেক সমর্থকদের স্বস্তি পাওয়ার কিছু নেই। কেননা দুই দলের পাঁচ লড়াইয়ে স্পষ্ট আধিপত্য পর্তুগালের। তারা পেয়েছে চার জয়, চেক প্রজাতন্ত্রের জয় একটিতে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর দল সর্বশেষ চার ম্যাচে দুটোতে জয় পেয়েছে। তা সত্ত্বেও তারা ফেভারিট। অন্যদিকে চেক প্রজাতন্ত্র টানা পাঁচ জয় নিয়ে আজকের ম্যাচে মাঠে নামবে। ১৯৯৬ সালের রানার্স আপ দল ২০০৪ সালে সেমিফাইনালে পৌঁছেছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি