এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ জুন, ২০২৪, ০১:০৬ পিএম
নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারবেন না এমবাপ্পে
নাক ভাঙ্গার কারণে ইউরো চ্যাম্পিয়নশিপে পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফলে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সকে।
ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে খেলার সময় হেড করতে গিয়ে আহত হন এমবাপ্পে। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, এমবাপ্পের ইনজুরি বেশ গুরুতর। তার নাকে অস্ত্রোপচারের দরকার নেই। তবে পরবর্তী ম্যাচে তার খেলা হবে না এবং যখন সে মাঠে ফিরবে তখন তাকে মাস্ক ব্যবহার করতে হবে।
একটা সূত্র জানিয়েছে, এমবাপ্পে আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে চেয়েছিলেন। তবে তাকে বাদ দিয়েই দল সাজাবে ফ্রান্স। এ ব্যাপারে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যাম বলেন, তার অবস্থার কি ধরণের উন্নতি হচ্ছে তা জানতে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। নিঃসন্দেহে এটা ছিল বড় ধরণের এক সংঘাত। ডাক্তাররা তার ব্যাথা কমাতে সম্ভাব্য সব কিছু করে চলেছে। দিনে দিনে তার অবস্থার উন্নতি হচ্ছে। আমরা প্রতিনিয়ত তার অবস্থা পর্যবেক্ষণ করে চলেছি।
এমবাপ্পেকে নিয়ে ফ্রান্স কোনো ঝুঁকি নিতে চায় না। প্রয়োজনে তাকে পুরোপুরি বিশ্রামে রাখতে চায়। তবে যদি ভালো বোধ করে তাহলে আগামী ২৫ জুন পোল্যান্ডের বিপক্ষে ফিরতে পারেন এমবাপ্পে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে এমবাপ্পে হেড করার জন্য লাফালে কেভিন ডানসোর সঙ্গে তার সংঘাত হয়। ডানসোর কাঁধের সঙ্গে এমবাপ্পের মুখের সরাসরি আঘাত লাগে। মঙ্গলবার তিনি এমবাপ্পেকে সহানুভূতি জানিয়ে বার্তা পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডানোস লেখেন, আমি আশা করছি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দ্রুত আপনি মাঠে ফিরে আসবেন।
শুধু এমবাপ্পেকে নয়, ফ্রান্সের সমর্থকদের প্রতিও তিনি বার্তা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, এমবাপ্পে আমার সঙ্গে সংঘাতে আহত হওয়ার ঘটনায় আমি দুঃখিত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি