এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ০২:০৬ পিএম
সবার আগে নক আউটে জার্মানি
টানা দুই জয়ে প্রথম দল হিসেবে স্বাগতিক জার্মানি ইউরো চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। বুধবার 'এ' গ্রুপের ম্যাচে তারা হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়েছে। জামাল মুসিয়ালা ও ইলকে গুনডোগান করেন গোল দুটো।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জার্মানি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করবে। এই দুই জয় তাদের অন্তত সেরা তৃতীয় দলের একটা হয়ে নক আউট খেলার সম্ভাবনা নিশ্চিত করেছে।
জার্মানি উভয়ার্ধে একটি করে গোল করেন। তারা প্রথম গোল পায় ২২ মিনিটে। এ সময়ে মুসিয়ালা নিজ শহরে অনুষ্ঠিত ম্যাচে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। কয়েক মিনিট পর হাঙ্গেরি সমতা আনার সুযোগ পেয়েছিল। প্রথমার্ধের ইনজুরি সময়ে জার্মানির জালে তারা বলও ফেলেছিল, কিন্তু গোলটি বাতিল করা হয়। প্রকৃতপক্ষে গোল হজমের পর হাঙ্গেরি একাধিক শক্তিশালী আক্রমণ করেছিল। কিন্তু সে সব আক্রমণকে তারা সাফল্যের মুখ দেখাতে পারেনি। জার্মানির দ্বিতীয় গোলটি করেন গুনডোগান। ৬৭ মিনিটে তিনি গোলটি করেন।
ম্যাচ শেষ গুনডোগান বলেন, আমাদের অবস্থা প্রতিনিয়ত উন্নত হয়েছে। তবে আমাদের বেশ কিছু সমস্যা রয়েছে, এ ম্যাচেও সে সব সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু এই ধরণের টুর্নামেন্টে এই ধরণের সমস্যা থেকে মুক্ত থাকতে হবে। আমরা এ ম্যাচে সেই সমস্যা থেকে মুক্ত হয়েছি তারপর আমরা ভালো করেছি।
১৯৫৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর এটাই হাঙ্গেরির বিপক্ষে জার্মানির প্রথম জয়। চারটি বিশ্বকাপ জয়ী জার্মানির ওটাই ছিল প্রথম বিশ্বকাপ। এরই মধ্যে জার্মানি তিনটি ইউরো শিরোপা জয় করেছে। এবার তার শিরোপা সংখ্যা বিশ্বকাপের সমান করতে চায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি