এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ জুন, ২০২৪, ০৪:০৬ পিএম
অস্ট্রেলিয়ার দুই উইকেটের পতন
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সুপার এইট ম্যাচ বৃষ্টির কবলে পড়েছিল। এই বৃষ্টি যেনো বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বৃষ্টির আগে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ব্যাটিং তাণ্ডব করছিলেন। ঝড়ের গতিতে রান তুলছিলেন। কিন্তু বৃষ্টিতে কিছু সময় খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হতে বাংলাদেশ তাণ্ডব শুরু করেছে। তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার দুই উইকেট। আউট হয়েছেন ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। হডে ২১ বলে ৩১ রান করেছেন। মার্শ ৬ বলে ১ রান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট অস্ট্রেলিয়ার রান ৮০।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৬.২ ওভারে বিনা উইকেটে ৬৪ রান। এর আগে বাংলাদেশ ৮ উইকেটে ১৪০ রান করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি