ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পেলেন মোহাম্মদ সাইফউদ্দিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৩:০৬ পিএম

এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পেলেন মোহাম্মদ সাইফউদ্দিন

এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পেলেন মোহাম্মদ সাইফউদ্দিন

আগামী ২৫ জুলাই পর্দা উঠবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের। এই টুর্নামেন্টে যেন বাংলাদেশি ক্রিকেটারদের আধিপত্য। ইতোমধ্যেই এই লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। এবার ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে ফরচুন বরিশালের জার্সিতে দারুণ সময় পার করেছেন সাইফউদ্দিন। দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন এই পেস-অলরাউন্ডার। এরপর জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলেও ডাক পান তিনি। তবে সেই সিরিজে নির্বাচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন সাইফউদ্দিন। যার কারণে, টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। সেই সাইফউদ্দিন এবার ডাক পেলেন বিদেশি লিগে।

রিশাদের মতো সাইফউদ্দিনও প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন। মন্ট্রিয়াল টাইগার্সে সাইফউদ্দিনদের অধিনায়ক হিসেবে থাকবেন ক্রিস লিন। এছাড়া সাইফউদ্দিন সতীর্থ হিসেবে পাচ্ছে টম লাথাম, শেরফানে রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হকের মতো তারকা ক্রিকেটারদের।

অন্যদিকে রিশাদ খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে। সতীর্থ হিসেবে পাবেন পাক পেসার শাহীন শাহ আফ্রিদি, ভ্যান ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোর মতো তারকারা। -কালের কণ্ঠ

আসন্ন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নতুন দলে খেলবেন সাকিব আল হাসান। আগের আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেললেও এবার টাইগার এই অলরাউন্ডার খেলবেন মিসিসাগা মিসিসিগা প্যান্থার্সে। ১১ আগস্ট শিরোপার লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি