ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

কোপায় চিলি ও পেরুর ড্র, গোলরক্ষক ব্রাভোর বিশ্বরেকর্ড


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম

কোপায় চিলি ও পেরুর ড্র, গোলরক্ষক ব্রাভোর বিশ্বরেকর্ড

কোপায় চিলি ও পেরুর ড্র, গোলরক্ষক ব্রাভোর বিশ্বরেকর্ড

দীর্ঘ ২০ বছর পর চিলি ও পেরুর মধ্যকার ম্যাচে দেখা গেলো ড্রয়ের চিত্র। কোপা আমেরিকার চলতি আসরে দুই দলেরই কোয়ার্টার ফাইনালে যাওয়ার বড় একটা সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত কেউই গোল করতে পারলো না। ফলে টেক্সাসের আরলিংটনে ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

এর আগে চিলি ও পেরু ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল ২০০৪ সালে। এরপর টানা ২০ ম্যাচে ড্রয়ের মুখ দেখা যায়নি। যেখানে চিলির ১৪টি জয়ের বিপরীতে পেরুর জয় ছয়টি।

শনিবার (২২ জুন) ম্যাচ খেলে কোপা আমেরিকার সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ডে নাম লিখিয়েছেন চিলির ক্লদিও ব্রাভো। বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক এই গোলরক্ষক খেলতে নামেন ৪১ বছর ২ মাস ১৬ দিন বয়সে। ভেঙেছেন ১৯৯৭ কোপায় বলিভিয়ার গোলরক্ষক কার্লোস ক্রুকো ৩৯ বছর ৩১৮ দিনে খেলার রেকর্ড।

আরাউহোর শটে দুর্দান্ত এক সেভ দেন তিনি। পরে পেরুর আরও তিনটি শট প্রতিহত করে দেন এই গোলরক্ষক। 

পেরু-চিলির ড্রয়ের শেষ আটের পথ অনেকটাই সহজ হয়ে গেল আর্জেন্টিনার জন্য। ৩ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি