ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

আগস্টে রাওয়ালপিন্ডি ও মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলবে বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম

আগস্টে রাওয়ালপিন্ডি ও মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলবে বাংলাদেশ

আগস্টে রাওয়ালপিন্ডি ও মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলবে বাংলাদেশ

আগামী আগস্টে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও এখনো সূচি চূড়ান্ত হয়নি। তবে টেস্ট দুটি রাওয়ালপিন্ডি ও মুলতানে হবে বলে জানা গেছে। 

দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ভেন্যু ও সূচি সংক্রান্ত আলোচনা হচ্ছে। তবে এখন অবধি যে খবর তাতে মুলতান ও রাওয়ালপিন্ডিকে পছন্দের তালিকায় রেখেছে বিসিবি ও পিসিবি।

এর কারণ আছে অবশ্য। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। এজন্য কয়েকটি ভেন্যুতে মেরামতের কাজ চলছে। তার মধ্যে রয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম। এজন্য এই দুই স্টেডিয়ামে টেস্ট আয়োজন করা সম্ভব নয়।

টেস্ট ক্রিকেটে এখনো পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১৩টি টেস্ট খেলে ড্র করতে পেরেছে মাত্র একটি ম্যাচে, হেরেছে বাকি ১২টিতে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি