ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

এবারের হজে হিটস্ট্রোকে মারা গেছেন ১,৩০১ হাজী: সৌদি আরব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৪, ০৩:০৬ পিএম

এবারের হজে হিটস্ট্রোকে মারা গেছেন ১,৩০১ হাজী: সৌদি আরব

এবারের হজে হিটস্ট্রোকে মারা গেছেন ১,৩০১ হাজী: সৌদি আরব

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল এক সাক্ষাৎকারে বলেছেন, এবারের মৌসুমে মারা যাওয়া হাজীদের ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত। 
তিনি বলেন, তারা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন। মারা যাওয়া হাজীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। তাদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

সমবেদনা জানিয়ে ফাহাদ আল-জালাজেল আরও বলেন, ‘আল্লাহ নিশ্চয়ই তাদের ক্ষমা করবেন। তাদের পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি আমাদের গভীর সমবেদনা।’ এবার হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অনিবন্ধিত হওয়ায় হজীদের তথ্যের ঘাটতি থাকার পরও এ সংক্রান্ত সব প্রতিবেদন সমন্বয় করা হয়েছে। মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাদের পরিবারকে জানানো হয়েছে। যথাযথ মর্যাদার সঙ্গে সবার দাফন নিশ্চিত করা হয়েছে। দেওয়া হয়েছে মৃত্যুসনদ।

ফাহাদ আল-জালাজেল বলেন, কোনো ধরনের মহামারি কিংবা বিস্তৃত পরিসরে রোগবালাই ছড়িয়ে পড়া ছাড়াই এবার পবিত্র হজ ‘সফলভাবে’ সম্পন্ন হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি