এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ০২:০৬ পিএম
গাজায় স্কুল-শরণার্থী শিবিরে বোমা হামলা, শিশুসহ নিহত ১১
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা শহরের একটি স্কুল ও মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে এপৃথক হামলা চালানো হয়। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।
গাজা শহরের কেন্দ্রস্থলের আল-দারাজ এলাকার বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত আবদেল-ফানাহ হামমুদ স্কুলে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে কমপক্ষে ছয়জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় তিন শিশুসহ অন্তত ৫ জন নিহত এবং অজ্ঞাত সংখ্যক আহত হয়েছেন। এনিয়ে গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৬২৬ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আহত হয়েছেন আরও ৮৬ হাজার ৯৮ জন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি